হিসাববিজ্ঞানের জনক, প্রথম গ্রন্থ ও গ্রন্থকার:
হিসাববিজ্ঞানের জনক, প্রথম গ্রন্থ ও গ্রন্থকার:
হিসাববিজ্ঞানের জনক লুকা প্যাসিওলি । হিসাববিজ্ঞান সম্পর্কিত প্রথম গ্রন্থের নাম সুম্মা ডি এরিথমেটিকা, জিওমেটরিয়া, প্রপােরশনিয়েট প্রপরশনালিটি (Summa de Arithmetica, Geometria, Proportioniet proportionalite)
গ্রন্থটি ১৪৯৪ সালে ইতালীয় ভাষায় ইতালিতে প্রকাশিত হয় ।
গ্রন্থটিতে মূলত আধুনিক হিসাববিজ্ঞানের ভিত্তি হিসাবে স্বীকৃত দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে প্রথম আলোচনা করা হয়। এই বইটির মােট ৫টি অংশ ছিল।
আমাদের হিসাববিজ্ঞান ও ফিন্যান্সের সকল ভিডিও দেখতে click here
গ্রন্থটিতে Bookkeeping- এর উপর ৩৬ টি অধ্যায় ছিল, জার নাম "de computes et scriptus"
গন্থটির লেখক ইতালির ভেনিস শহরের অধিবাসী গণিত শাস্ত্রবিদ পাদ্রী ফাদার লুকা পাসিওলি (Luca Pacioli) (জন্ম-১৪৪৫, মৃত্যু ১৫১৪/১৫১৭)
লুকা প্যাসিওলির পুরো নাম Fra Luca Bartolomeo de pacioli । তিনি ছিলেন
= বিখ্যাত চিত্রকর লিওনার্দো দ্য ভিঞ্চির ঘনিষ্ট বন্ধু ও শিক্ষক। এবং ক্রিস্টোফার কলম্বাস এর সমসাময়িক।
আমাদের হিসাববিজ্ঞান ও ফিন্যান্সের সকল ভিডিও, এ্যাডমিনের ফেসবুক আইডি, ফেসবুক পেজ এবং গ্রুপ, সহজে খুঁজে পেতে নিচের লিংক থেকে অ্যান্ড্রয়েড অ্যাপ টি ডাউনলোড করে ইনস্টল করুন: Click here
হিসাববিজ্ঞান ও ফিন্যান্সের কোনো বিষয় সম্পর্কে জানতে চাইলে কমেন্ট করে আমাদের জানান ।
বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখুন
Thanks
ReplyDelete