১। পরিবর্তনশীল ব্যয়(Variable Cost) যেসব ব্যয় উৎপাদনের পরিমাণ কমবেশি হবার সাথে সথে আনুপাতিক হারে কমবেশি হয় তাকে পরিবর্তনশীল ব্যয় বলে।
পরিবর্তনশীল ব্যয়ের উপাদানগুলাে হচ্ছে কাঁচামাল, শ্রম, জ্বালানি, শক্তি, প্রত্যক্ষ ব্যয় বিক্রয় কমিশন ইত্যাদি।
উদাহরণ হিসেবে বলা যায়
একটি হিসাববিজ্ঞান বই প্রস্তুত করতে ২ দিস্তা কাগজের প্রয়ােজন হলে দুইাট বই প্রস্তুতে দুইই দিস্তা
কাগজের প্রয়োজন হবে।
আমাদের হিসাববিজ্ঞান ও ফিন্যান্সের সকল ভিডিও দেখতে click here
২। স্থায়ী ব্যয়/স্থিতিশীল ব্যয় (Fixed Cost) : যেসব ব্যয় উৎপাদনের পরিমাণ হ্রাস-বৃদ্ধির সাথে সাথে পরিবর্তিত না হয়ে একটি নির্দিষ্ট সীমারেখা পর্যন্ত অপরিবর্তিত থাকে তাকে স্থায়ী ব্যয় বলে।
অর্থাৎ, উৎপাদন একক দ্বারা যে ব্যয় প্রভাবিত হয় না, তাকে স্থায়ী ব্যয় বলে।
উৎপাদনের পরিমাণ পরিবর্তিত হলে মােট স্থায়ী ব্যয়ের কোনােরূপ পরিবর্তন হয় না কিন্তু একক
প্রতি স্থায়ী ব্যয়ের পরিবর্তন ঘটে। এ ধরনের ব্যয়ের কয়েকটি উদাহরণ হলাে— কারখানার ভাড়া, উৎপাদন ব্যবস্থাপকের এ
বেতন, দালানকোঠা অবচয়, বীমা প্রিমিয়াম ইত্যাদি।
আমাদের হিসাববিজ্ঞান ও ফিন্যান্সের সকল ভিডিও, এ্যাডমিনের ফেসবুক আইডি, ফেসবুক পেজ এবং গ্রুপ, সহজে খুঁজে পেতে নিচের লিংক থেকে অ্যান্ড্রয়েড অ্যাপ টি ডাউনলোড করে ইনস্টল করুন: Click here
আধা পরিবর্তনশীল ব্যয় বা মিশ্র ব্যয় ( Semi- variable or Semi Fixed Or, Mixed Cost)
পরিবর্তনশীলও নয় আবার সম্পূর্ণ স্থায়ীও নয় তাকে আধা-পরিবর্তনশীল ব্যয় বলে। অর্থাৎ এ ব্যয়ের একটি অংশ
পরিবর্তনশীল এবং অপর অংশ স্থায়ী। উৎপাদনের পরিমাণ পরিবর্তিত হওয়ার সাথে সাথে এ ব্যয়ের পরিবর্তন হয় তবে
আনুপাতিক হারে পরিবর্তন হয় না। যেহেতু এ ধরনের ব্যয়ের মধ্যে স্থায়ী এবং পরিবর্তনশীল উভয় ব্যয়ই অন্তর্ভুক্ত থাকে,
সেহেতু এ ব্যয়কে মিশ্র ব্যয়ও (Mixed Cost) বলা হয়। যেমন : বাংলাদেশ তার ও টেলিফোন বাের্ড গ্রাহকদের প্রতি মাসে
৫০ টাকা লাইন রেন্ট হিসেবে ধার্য করে থাকেন। অতঃপর কল প্রতি রেট ধার্য করা হয়। সুতরাং লাইন রেন্ট স্থায়ী ব্যয়
এবং কলচার্জ পরিবর্তনশীল ব্যয়।
হিসাববিজ্ঞান ও ফিন্যান্সের কোনো বিষয় সম্পর্কে জানতে চাইলে কমেন্ট করে আমাদের জানান ।
বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখুন
পরিবর্তনশীল ব্যয়ের উপাদানগুলাে হচ্ছে কাঁচামাল, শ্রম, জ্বালানি, শক্তি, প্রত্যক্ষ ব্যয় বিক্রয় কমিশন ইত্যাদি।
উদাহরণ হিসেবে বলা যায়
একটি হিসাববিজ্ঞান বই প্রস্তুত করতে ২ দিস্তা কাগজের প্রয়ােজন হলে দুইাট বই প্রস্তুতে দুইই দিস্তা
কাগজের প্রয়োজন হবে।
আমাদের হিসাববিজ্ঞান ও ফিন্যান্সের সকল ভিডিও দেখতে click here
২। স্থায়ী ব্যয়/স্থিতিশীল ব্যয় (Fixed Cost) : যেসব ব্যয় উৎপাদনের পরিমাণ হ্রাস-বৃদ্ধির সাথে সাথে পরিবর্তিত না হয়ে একটি নির্দিষ্ট সীমারেখা পর্যন্ত অপরিবর্তিত থাকে তাকে স্থায়ী ব্যয় বলে।
অর্থাৎ, উৎপাদন একক দ্বারা যে ব্যয় প্রভাবিত হয় না, তাকে স্থায়ী ব্যয় বলে।
উৎপাদনের পরিমাণ পরিবর্তিত হলে মােট স্থায়ী ব্যয়ের কোনােরূপ পরিবর্তন হয় না কিন্তু একক
প্রতি স্থায়ী ব্যয়ের পরিবর্তন ঘটে। এ ধরনের ব্যয়ের কয়েকটি উদাহরণ হলাে— কারখানার ভাড়া, উৎপাদন ব্যবস্থাপকের এ
বেতন, দালানকোঠা অবচয়, বীমা প্রিমিয়াম ইত্যাদি।
আমাদের হিসাববিজ্ঞান ও ফিন্যান্সের সকল ভিডিও, এ্যাডমিনের ফেসবুক আইডি, ফেসবুক পেজ এবং গ্রুপ, সহজে খুঁজে পেতে নিচের লিংক থেকে অ্যান্ড্রয়েড অ্যাপ টি ডাউনলোড করে ইনস্টল করুন: Click here
আধা পরিবর্তনশীল ব্যয় বা মিশ্র ব্যয় ( Semi- variable or Semi Fixed Or, Mixed Cost)
পরিবর্তনশীলও নয় আবার সম্পূর্ণ স্থায়ীও নয় তাকে আধা-পরিবর্তনশীল ব্যয় বলে। অর্থাৎ এ ব্যয়ের একটি অংশ
পরিবর্তনশীল এবং অপর অংশ স্থায়ী। উৎপাদনের পরিমাণ পরিবর্তিত হওয়ার সাথে সাথে এ ব্যয়ের পরিবর্তন হয় তবে
আনুপাতিক হারে পরিবর্তন হয় না। যেহেতু এ ধরনের ব্যয়ের মধ্যে স্থায়ী এবং পরিবর্তনশীল উভয় ব্যয়ই অন্তর্ভুক্ত থাকে,
সেহেতু এ ব্যয়কে মিশ্র ব্যয়ও (Mixed Cost) বলা হয়। যেমন : বাংলাদেশ তার ও টেলিফোন বাের্ড গ্রাহকদের প্রতি মাসে
৫০ টাকা লাইন রেন্ট হিসেবে ধার্য করে থাকেন। অতঃপর কল প্রতি রেট ধার্য করা হয়। সুতরাং লাইন রেন্ট স্থায়ী ব্যয়
এবং কলচার্জ পরিবর্তনশীল ব্যয়।
হিসাববিজ্ঞান ও ফিন্যান্সের কোনো বিষয় সম্পর্কে জানতে চাইলে কমেন্ট করে আমাদের জানান ।
বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখুন
No comments