Header Ads

Header ADS

হিসাববিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ


হিসাববিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ:

হিসাববিজ্ঞানের ইতিহাস মানব সভ্যতার মতো প্রাচীন ও বৈচিত্র্যময়। আনুমানিক  প্রায় চার হাজার বছর পূর্বে হিসাববিজ্ঞানের উৎপত্তি ঘটে ।

হিসাববিজ্ঞানের এই ইতিহাসকে চার ভাগে ভাগ করা যায় ।


 ক) উৎপত্তিকাল মানব সভ্যতার শুরু হতে ১৪৯৪ সাল পর্যন্ত যাকে চারটি ভাগে ভাগ করা যায়।


১. প্রস্তর যুগে এ যুগে শিকারকৃত বা সংগ্রহকৃত পশু পাখি বা ফুল ফলের হিসাব রাখে গাছের গায়ে, পর্বতের গুহায় পাথরে দাগ বা চিহ্ন করে।

আমাদের  হিসাববিজ্ঞান ও ফিন্যান্সের সকল ভিডিও দেখতে  click here 

২. প্রাচীন যুগ: সামাজিক জীবন শুরু হয়। দেয়ালে দাগ কেটে, রশিতে গিট দিয়ে এবং প্যাপিরাস নামক গাছের পাতায় হিসাব রাখত।

৩, বিনিময় যুগ: বিনিময় প্রথা চালু হয়, মাটির ঘরের দেয়ালে ও দরজায় কপাটের অভ্যন্তরে রং দিয়ে দাগ কেটে হিসাব রাখত। এই যুগকে বিনিময় যুগ বলা হয়।

৪, মুদ্রা যুগ: এ যুগে বিনিময় মাধ্যম হিসেবে মুদ্রার উদ্ভব ঘটে। কৃষি, শিল্প, ও ব্যবসায় বাণিজ্যের প্রসার ঘটে।

খ. প্রাক-বিশ্লেষণ কাল/মধ্য যুগ (১৪৯৪-১৮০০):

লুকা প্যাসিওলি  Summa de Arithmetica Geometria Proportioniet Proportionalite. গ্রন্থের আবিস্কার করেন ।
দুতরফা দাখিলা  পদ্ধতি (Double entry System) নামে হিসাবরক্ষণের এক অনন্য পদ্ধতির ব্যাখ্যা দেন। যা পরবর্তীতে হিসাববজ্ঞানের সর্বশ্রেষ্ঠ পদ্ধতি হিসেবে গণ্য হয়। এ যুগে ব্যাংকিং ও যৌথকারবারের উন্মেষ ঘটে।

গ. বিশ্লেষণ কাল (১৮০১-১৯৫০):


এ যুগে ইউরােপে শিল্প বিপ্লব ঘটে, কোম্পানি ব্যবসায়ের উৎপত্তি ঘটে এবং হিসাববিজ্ঞানের সহায়ক হিসেবে বিভিন্ন শাস্ত্র যেমন নিরীক্ষা শাস্ত্র, কোম্পানি আইন, আয়কর প্রভৃতির আবিষ্কার হয়।

আমাদের হিসাববিজ্ঞান ও ফিন্যান্সের সকল ভিডিও, এ্যাডমিনের ফেসবুক আইডি, ফেসবুক পেজ এবং গ্রুপ, সহজে খুঁজে পেতে নিচের লিংক থেকে অ্যান্ড্রয়েড অ্যাপ টি ডাউনলোড করে ইনস্টল করুন: Click here

ঘ, আধুনিক কাল (১৯৫১-বর্তমান):


হিসাবমান স্থিরকরণ ও এর ব্যবহার বৃদ্ধিকল্পে ১৯৭৩ সালে আন্তর্জাতিক হিসাবমান কমিটি গঠিত হয়। এ সময় হিসাববিজ্ঞানের বিভিন্ন শাখাসমূহ যেমন ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান, আর্থিক হিসাববিজ্ঞান, পরিবেশ হিসাববিজ্ঞান, উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান, কর হিসাববিজ্ঞান প্রভৃতির উদ্ভব হয়।

হিসাববিজ্ঞান ও ফিন্যান্সের কোনো বিষয় সম্পর্কে জানতে চাইলে কমেন্ট করে আমাদের জানান ।

No comments

Theme images by bluestocking. Powered by Blogger.