হিসাববিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ
হিসাববিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ:
হিসাববিজ্ঞানের ইতিহাস মানব সভ্যতার মতো প্রাচীন ও বৈচিত্র্যময়। আনুমানিক প্রায় চার হাজার বছর পূর্বে হিসাববিজ্ঞানের উৎপত্তি ঘটে ।হিসাববিজ্ঞানের এই ইতিহাসকে চার ভাগে ভাগ করা যায় ।
ক) উৎপত্তিকাল মানব সভ্যতার শুরু হতে ১৪৯৪ সাল পর্যন্ত যাকে চারটি ভাগে ভাগ করা যায়।
১. প্রস্তর যুগে এ যুগে শিকারকৃত বা সংগ্রহকৃত পশু পাখি বা ফুল ফলের হিসাব রাখে গাছের গায়ে, পর্বতের গুহায় পাথরে দাগ বা চিহ্ন করে।
আমাদের হিসাববিজ্ঞান ও ফিন্যান্সের সকল ভিডিও দেখতে click here
২. প্রাচীন যুগ: সামাজিক জীবন শুরু হয়। দেয়ালে দাগ কেটে, রশিতে গিট দিয়ে এবং প্যাপিরাস নামক গাছের পাতায় হিসাব রাখত।
৩, বিনিময় যুগ: বিনিময় প্রথা চালু হয়, মাটির ঘরের দেয়ালে ও দরজায় কপাটের অভ্যন্তরে রং দিয়ে দাগ কেটে হিসাব রাখত। এই যুগকে বিনিময় যুগ বলা হয়।
৪, মুদ্রা যুগ: এ যুগে বিনিময় মাধ্যম হিসেবে মুদ্রার উদ্ভব ঘটে। কৃষি, শিল্প, ও ব্যবসায় বাণিজ্যের প্রসার ঘটে।
খ. প্রাক-বিশ্লেষণ কাল/মধ্য যুগ (১৪৯৪-১৮০০):
লুকা প্যাসিওলি Summa de Arithmetica Geometria Proportioniet Proportionalite. গ্রন্থের আবিস্কার করেন ।দুতরফা দাখিলা পদ্ধতি (Double entry System) নামে হিসাবরক্ষণের এক অনন্য পদ্ধতির ব্যাখ্যা দেন। যা পরবর্তীতে হিসাববজ্ঞানের সর্বশ্রেষ্ঠ পদ্ধতি হিসেবে গণ্য হয়। এ যুগে ব্যাংকিং ও যৌথকারবারের উন্মেষ ঘটে।
গ. বিশ্লেষণ কাল (১৮০১-১৯৫০):
এ যুগে ইউরােপে শিল্প বিপ্লব ঘটে, কোম্পানি ব্যবসায়ের উৎপত্তি ঘটে এবং হিসাববিজ্ঞানের সহায়ক হিসেবে বিভিন্ন শাস্ত্র যেমন নিরীক্ষা শাস্ত্র, কোম্পানি আইন, আয়কর প্রভৃতির আবিষ্কার হয়।
আমাদের হিসাববিজ্ঞান ও ফিন্যান্সের সকল ভিডিও, এ্যাডমিনের ফেসবুক আইডি, ফেসবুক পেজ এবং গ্রুপ, সহজে খুঁজে পেতে নিচের লিংক থেকে অ্যান্ড্রয়েড অ্যাপ টি ডাউনলোড করে ইনস্টল করুন: Click here
ঘ, আধুনিক কাল (১৯৫১-বর্তমান):
হিসাবমান স্থিরকরণ ও এর ব্যবহার বৃদ্ধিকল্পে ১৯৭৩ সালে আন্তর্জাতিক হিসাবমান কমিটি গঠিত হয়। এ সময় হিসাববিজ্ঞানের বিভিন্ন শাখাসমূহ যেমন ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান, আর্থিক হিসাববিজ্ঞান, পরিবেশ হিসাববিজ্ঞান, উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান, কর হিসাববিজ্ঞান প্রভৃতির উদ্ভব হয়।
হিসাববিজ্ঞান ও ফিন্যান্সের কোনো বিষয় সম্পর্কে জানতে চাইলে কমেন্ট করে আমাদের জানান ।
No comments