Header Ads

Header ADS

জাবেদা

প্রিয় শিক্ষার্থীরা তোমরা তো জানো হিসাববিজ্ঞানে জাবেদার গুরুত্ব কতটা! তাই আমরা আজকে জাবেদা নিয়ে একটু আলোচনা করি চলো... আর হ্যা তোমাদের জন্য শুধুমাত্র লেনদেনের একটি পিডিএফ বানানো হলো যেগুলো থেকে তোমরা নিজেরা জাবেদা অনুশীলন করতে পারবে। যদি কারো কোনো লেনদেনের জাবেদা করতে সমস্যা হয় তারা প্রশ্ন করে জেনে নিতে পারো।
lets start...😀
'Journal' ফরাসি শব্দ "Jour" থেকে উৎপত্তি,যার অর্থ দিন বা দিবস। journal অর্থ জাবেদা বা দৈনিক বই। জাবেদায় লেনদেন প্রতিদিন বা সংঘঠিত হওয়ার সাথে সাথে লেখা হয়। তাই একে দৈনিক বই বলা হয়। আবার লেনদেন সর্বপ্রথম লিখা হয় বলে একে প্রাথমিক বইও বলা হয় ।

 তাই আমরা বলতে পারি,
 কারবারে লেনদেনগুলো সংঘঠিত হওয়ার সাথে সাথে দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী তা ডেবিট ও ক্রেডিট বিশেষণ করে তারিখের ক্রমানুসারে প্রয়োজনীয় ব্যাখ্যাসহ যে বইতে লেনদেনগুলো লিপিবদ্ধ হয় তাকে জাবেদা বলে ।
জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয় বা ডাকা হয়
জাবেদার শ্রেণিবিভাগঃ
জাবেদা মূলত ২টি ভাগে বিভক্তঃ
১। বিশেষ জাবেদাঃ
বিশেষ জাবেদাকে আবার ৬ ভাগে ভাগ করা যায় ...
 ক্রয় জাবেদা
 বিক্রয় জাবেদা
 ক্রয় ফেরত জাবেদা
 বিক্রয় ফেরত জাবেদা
 নগদ প্রদান জাবেদা
 নগদ প্রাপ্তি জাবেদা
২। প্রকৃত জাবেদাঃ
প্রকৃত জাবেদাকে আবার ৪ ভাগে ভাগ করা যায় ...
প্রারম্ভিক জাবেদা
সমাপনী জাবেদা
সমন্বয় জাবেদা
সংশোধনী জাবেদা
নিম্নোক্ত পিডিএফ থেকে তোমরা প্রারম্ভিক জাবেদা, সমাপনী জাবেদা, সমন্বয় জাবেদা শিখতে পারবে।

বিঃদ্রঃ যারা এই সবগুলো লেনদেনের জাবেদা পারবে তাদের জাবেদা নিয়ে কোনো কিছু ভাবতে হবেনা। আর জাবেদা পারলে তোমাদের একটি বইয়ের ৫০% এমনিই হয়ে যায়।

1 comment:

Theme images by bluestocking. Powered by Blogger.