অনাদায়ী পাওনা বা কুঋণ কি
অনাদায়ী পাওনা সঞ্চিতি এক প্রকার অনুমান ভিত্তিক খরচ। বিবিধ দেনাদারের নিকট পাওনার যে অংশ আদায় সম্পর্কে সন্দেহ থাকে তাকে সন্দেহজনক পাওনা বলে। সন্দেহজনক পাওনার ক্ষতিপূরণের জন্য যে সঞ্চিতির ব্যবস্থা রাখা হয় তাকে অনাদায়ী পাওনা সঞ্চিতি বলে। বিশেষভাবে বলা যায় ভবিষ্যতে অনাদায়ী পাওনা জনিত ক্ষতি পূরণের জন্য মুনাফার যে অংশ আলাদাভাবে রাখা হয় তাকে অনাদায়ী পাওনা সঞ্চিতি বলে। অনাদায়ী পাওনা সঞ্চিতি হল প্রতিষ্ঠানের ভবিষ্যত সম্ভাব্য ক্ষতির একটি অগ্রিম ব্যবস্থা। প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক চিত্র সঠিকভাবে নির্ণয় করতে হলে এ জাতীয় ভবিষ্যত ক্ষতির পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে।
No comments