Header Ads

Header ADS

Accounting creative questions 2019, হিসাববিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ২০১৯ অধ্যায়-০৫: গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি

যদি লেখা দেখতে সমস্যা তাহলে কমেন্ট করে জানান । আমরা আপনাকে সাহায্য করবো 


হিসাববিজ্ঞান ২য় অধ্যায় সৃজনশীল বোর্ড প্রশ্ন ২০১৫ ২০১৬ ২০১৭ ২০১৮ 

 আমাদের  হিসাববিজ্ঞান ও ফিন্যান্সের সকল ভিডিও দেখতে  click here 




অধ্যায়-০৫: গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি


১। ব্যবসায়িক কর্মকান্ড অনির্দিষ্ট সময়কাল পর্যন্ত চলবে-এটি কোন ধারণার মধ্যে অন্তর্ভূক্ত ?
ক. ব্যবসায়িক সত্ত্বা
খ. হিসাবকাল
গ. চলমান প্রতিষ্ঠান ধারণা
ঘ. দ্বৈত সত্তা
২। দু’তরফা দাখিলা পদ্ধতি স্বীকৃত ?
ক. ওঅঝ
খ. ঋঅঝই
গ. অওঈচঅ
ঘ. এঅঅচ
৩। কোন নীতি অনুযায়ী উদ্বর্তপত্রের দায় ও সম্পত্তিকে চলতি ও দীর্ঘমেয়াদি হিসাবে ভাগ করে দেখানো হয় ?
ক. পূর্ণ প্রকাশ নীতি
খ. হিসাবকাল ধারণা
গ. চলমান প্রতিষ্ঠান ধারণা
ঘ. রক্ষণশীলতার ধারণা
৪। ব্যবসায় প্রতিষ্ঠানের কোন স্থায়ী সম্পত্তির মূল্য আর্থিক অবস্থার বিবরণীতে বর্তমান মূল্যে না লিখে ক্রয় মূল্যে লিখা হয় কোন ধারণা অনুসারে ?
ক. ব্যবসায়িক সত্তা ধারণা
খ. আদায়করণ ধারণা
গ. ঐতিহাসিক মূল্য
ঘ. কোনটিই নয়
৫। আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য হিসাব কোন মূল্য দেখানো হয় ?
ক. বিক্রয়মূল্য
খ. নিট আদায়যোগ্য মূল্য
গ. মোট আদায়যোগ্য মূল্যে
ঘ. লিখিত মূল্যে
৬। কোন ধারণাকে হিসাববিজ্ঞানের মৌলিক ধারণা বলে অভিহিত করা হয় ?
ক. আর্থিক মূল্যনীতি 
খ. সত্তামূলক ধারণা
গ. দ্বৈতসত্তা ধারণা 
ঘ. রক্ষণশীলতা নীতি
৭। হিসাববিজ্ঞানের কোন সীমাবদ্ধতার দরুণ সম্ভাব্য সম্পদ ও আয় বৃদ্ধি গণ্য করা হয় না ?
ক. মিলকরণ নীতি 
খ. বস্তুনিষ্ঠতা
গ. রক্ষণশীলতা   
ঘ. আর্থিক মূল্য
৮। আর্থিক বিবরণী বিস্তারিতভাবে উপস্থাপন করা হয় কোন নীতি অনুযায়ী ?
ক. ক্রয়মূল্য নীতি 
খ. মিলকরণ নীতি
গ. পূর্ণ প্রকাশ নীতি 
ঘ. সামঞ্জস্যতার নীতি
৯। জনাব শামীম একজন চাটার্ড একাউন্ট্যান্ট। তার এ পেশাভিত্তিক কার্যক্রম নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠানের নাম কী ?
ক. ঈউঅ
খ. ঋঅঝই
গ. ওঈঅই
ঘ. এঅঅচ
১০। সমন্বয় নীতির কাজ কোনটি ?
ক. সম্পত্তির সাথে দায়ের সমন্বয়
খ. সম্পত্তির সাথে মূলধনের সমন্বয়
গ. ক্রয়ের সাথে বিক্রয়ের সমন্বয়
ঘ. আয়ের সাথে ব্যয়ের সমন্বয়
১১। কোন নীতি অনুযায়ী অগ্রিম ব্যয়কে সম্পত্তি হিসাবে বিবেচনা করা হয় ?
ক. ব্যবসায় গত্ত্বা ধারণা   
খ. চলমান প্রতিষ্ঠান ধারণা
গ. হিসাবকাল ধারণা     
ঘ. রক্ষণশীলতা ধারণা
১২। ওঅঝ-এর বর্তমান নাম কি ?
ক. ওঅঝ
খ. ওঋজঝ
গ. অওঈচঅ
ঘ. ঋঅঝই
১৩। এঅঅচ প্রচলন করে কোন সংস্থা ?
ক. ওঅঝ
খ. ঋঅঝই
গ. অওঈচঅ
ঘ. এঅঅচ
১৪। পূর্ববর্তী হিসাবকালের আয়কে চলতি হিসাবকালের আয় বিবেচনা করা যায় না কোন নীতি অনুযায়ী ?
ক. রাজস্ব স্বীকৃতি 
খ. মিলকরণ
গ. বস্তুনিষ্ঠতা 
ঘ. সামঞ্জস্যতা
১৫। কোন ধারণার ভিত্তিতে হিসাবচক্রের পুনরাবৃত্তি ঘটে ?
ক. হিসাবকাল ধারণা
খ. চলমান ব্যবসায় ধারণা
গ. ঐতিহাসিক মূল্য ধারণা
ঘ. সমাঞ্জস্যতা ধারণা
১৬। মিককরণ নীতি হিসাববিজ্ঞানের কোন ক্ষেত্রে নির্দেশনা দেয় ?
ক. খরচের ক্ষেত্রে 
খ. আয়ের ক্ষেত্রে
গ. দায়ের ক্ষেত্রে     
ঘ. সম্পদের ক্ষেত্রে

১৭। হিসাববিজ্ঞানের কোন ধারণা অনুযায়ী আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয় ?
ক. হিসাবকাল
খ. চলমান প্রতিষ্ঠান
গ. ব্যবসায় সত্তা
ঘ. অর্থের একক পরিমাণ
১৮। হিসাববিজ্ঞানের কোন নীতি অনুসারে হিসাবকাল শেষে আয়-ব্যয় হিসাবগুলো বন্ধ করা হয় ?
ক. মলিকরণ নীতি 
খ. হিসাবকাল ধারণা
গ. পূর্ণ প্রকাশ নীতি 
ঘ. রক্ষণশীল প্রথা
১৯। ওঈঅই হিসাববিজ্ঞানের যে সমস্থ নীতি প্রবর্তন ও বাস্তবায়ন করে তার সংক্ষিপ্ত রূপ কোনটি ?
ক.  ওঅঝ
খ. ঋঅঝই
গ. অওঈচঅ
ঘ. ইঅঝ
২০। ওঅঝঈ কোন সালে প্রতিষ্ঠিত হয় ?
ক. ১৯৭২ 
খ. ১৯৭৩
গ. ১৯৭৭ 
ঘ. ১৯৮০
২১। কোন নীতি অনুযায়ী আর্থিক বিবরণীতে প্রতিষ্ঠানের সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে হয় ?
ক. পূর্ণ প্রকাশ নীতি 
খ. সামঞ্জস্যতার নীতি
গ. বকেয়া নীতি   
ঘ. বস্তুনিষ্ঠার নীতি
২২। সঠিক বিবরণ হচ্ছে-
র. ওঈঅইপ্রতিষ্ঠা হয়েছিল ১৯৭৩
রর. ওঈগঅইপ্রতিষ্ঠা হয়েছিল ১৯৭৭
ররর. ঋঅঝইকর্তৃকএঅঅচ প্রতিষ্ঠা পায়
নিচের কোনটি সঠিক ?
(ক) র ও রর              (খ) র ও ররর
(গ) রর ও ররর        (ঘ) র রর ও ররর
২৩। মিলকরণ ধারণা হল-
র. প্রকৃত আয়ের বিপক্ষে প্রকৃত খরচ উপস্থাপন করে নিট মুনাফা নির্ণয়
রর. প্রকৃত খরচের বিপক্ষে প্রকৃত আয়ের উপস্থাপন না করে নিট ক্ষতি নির্ণয়
ররর. আনুমানিক আয়ের বিপক্ষে প্রকৃত খরচ উপস্থাপন করে মোট মুনাফা নির্ণয়
নিচের কোনটি সঠিক ?
(ক) র              (খ) রর
(গ) ররর (ঘ) র রর ও ররর
২৪।  হিসাববিজ্ঞান নীতির সীমাবদ্ধতা-
র. সম্পদ জাতীয় হিসাবের জের
রর. আয় জাতীয় হিসাবের জের
ররর. ব্যয় জাতীয় হিসাবের জের
নিচের কোনটি সঠিক ?
(ক) র ও রর               (খ) র ও ররর
(গ) রর ও ররর          (ঘ) র রর ও ররর
২৫। হিসাববিজ্ঞানের মৌলিক ধারণা হলো-
র. আদায়করণ নীতি
রর. সামঞ্জস্যনীতি
ররর. লভ্যাংশ নীতি
নিচের কোনটি সঠিক ?
(ক) র ও রর              (খ) র ও ররর
(গ) রর ও ররর          (ঘ) র রর ও ররর
২৬। হিসাববিজ্ঞান নীতিমালার উদ্দেশ্য-
র. হিসাবের সমাঞ্জস্যতা রক্ষা করা
রর. সকল পর্যায়ে হিসাবের সমতা আনা
ররর. হিসাবের মান প্রয়োগ
নিচের কোনটি সঠিক ?
(ক) র ও রর    (খ) র ও ররর
(গ) রর ও ররর        (ঘ) র রর ও ররর
►নিচের উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও।
লিপি ব্রাদার্সের ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখের হিসাব বই থেকে প্রাপ্ত তথ্য নি¤œরূপ :
বিবরণ ক্রয়মূল্য (টাকা) বাজারমূল্য (টাকা)
মেশিন ২০,০০০ ৩০,০০০
বিনিয়োগ ৪০,০০০ ৩০,০০০
মজুদ পণ্য ৬০,০০০ ৭০,০০০
২৭। হিসাববিজ্ঞানের কোন নীতি অনুযায়ী মেশিনের মূল্য ২০,০০০ টাকা লিপিবদ্ধ করতে হবে ?
ক. আদায়করণ   
খ. রক্ষণশীলতার
গ. ঐতিহাসিক ব্যয়  
ঘ. পূর্ণ প্রকাশ
২৮। রক্ষণশীলতার নীতি অনুযায়ী মজুদ পণ্যের মূল্য কত টাকা লিপিবদ্ধ করা হবে ?
ক. ৫০,০০০ 
খ. ৬০,০০০
গ. ৭০,০০০   
ঘ. ৮০,০০০
২৯। আর্থিক অবস্থার বিবরণীতে বিনিয়োগের মূল্য কত টাকা দেখাতে হবে ?
ক. ৩০,০০০   
খ. ৪০,০০০
গ. ৫০,০০০   
ঘ. ৬০,০০০




►নিচের উদ্দীপকটি পড়ে ৩০ ও ৩১ নং প্রশ্নের উত্তর দাও।
সমাপনী মজুদ পণ্যের ক্রয়মূল্য ৫০,০০০ টাকা কিন্তু বাজারে নতুন প্রযুক্তির পণ্য আসায় সমাপনী মজুদ পণ্যের মূল্য ১০,০০০ টাকা হ্রাস পায়। আবার ৫০,০০০ টাকায় ক্রীত শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি পেয়ে ৬০,০০০ টাকায় উপনীত হয়।
৩০। উর্দ্বৃত্তপত্রে সমাপনী মজুদের মূল্য কত টাকা প্রদর্শিত হবে ?
ক. ১০,০০০ টাকা   
খ. ৪০,০০০ টাকা
গ. ৫০,০০০ টাকা   
ঘ. ৬০,০০০ টাকা
৩১। হিসাববিজ্ঞানের সর্বজন স্বীকৃত কোন নীতির ভিত্তিতে সমাপনী মজুদের মূল্য ও শেয়ারের মূল্য বিবেচনা করা হবে ?
ক. ক. ক্রয় মূল্য নীতি 
খ. রক্ষণশীল নীতি
গ. সামঞ্জস্য নীতি   
ঘ. আদায়করণ নীতি

1 comment:

  1. কোন ধারণার ভিত্তিতে হিসাবচক্রের পুণরাবৃত্তি ঘটে?

    ReplyDelete

Theme images by bluestocking. Powered by Blogger.