Accounting creative questions 2019, হিসাববিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ২০১৯ অধ্যায়-০৪: রেওয়ামিল/সৃজনশীল
যদি লেখা দেখতে সমস্যা তাহলে কমেন্ট করে জানান । আমরা আপনাকে সাহায্য করবো
হিসাববিজ্ঞান ২য় অধ্যায় সৃজনশীল বোর্ড প্রশ্ন ২০১৫ ২০১৬ ২০১৭ ২০১৮
আমাদের হিসাববিজ্ঞান ও ফিন্যান্সের সকল ভিডিও দেখতে click here
অধ্যায়-০৪: রেওয়ামিল/সৃজনশীল
১। রহমান ব্রাদার্স-এর নি¤œলিখিত খতিয়ান উদ্ধৃত্তসমূহ ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তারিখের : [ঢা.বো. য.বো. সি.বো. দি.বো. ২০১৮]
হিসাবের নাম ডেবিট টাকা হিসাবের নাম ক্রেডিট টাকা
সেবা আয়
অনুপার্জিত সেবা আয়
মনিহারি ক্রয়
উত্তোলন
ব্যাংক জমাতিরিক্ত
অফিস সরঞ্জাম
বিক্রয় খতিয়ানের জের
আগুনে বিনষ্ট পণ্য
বিজ্ঞাপন
প্রারম্ভিক মনিহারি ৩,৪৮,০০০
৬০,০০০
২০,০০০
১,০০,০০০
৭৫,০০০
১,০০,০০০
৫০,০০০
১৬,০০০
১৬,০০০
৮,০০০ আইন বই
আয়কর
চালানী কারবারে পণ্য প্রেরণ
সমাপনী মনিহারি
মূলধন
আসবাবপত্র
চেম্বার ভাড়া
প্রদেয় হিসাব
দালানকোঠা
বেতন ২০,০০০
৭০,০০০
৮০,০০০
১৬,০০০
২,০০,০০০
৬০,০০০
৪৮,০০০
৪০,০০০
৭৫,০০০
৬০,০০০
ক) মনিহারি খরচের পরিমাণ কত?
খ) স্থায়ী সম্পদ ও চলতি দায় নির্ণয় কর।
গ) রেওয়ামিল তৈরি কর।
উত্তর : ক) মনিহারি খরচের পরিমাণ ১২,০০০ টাকা; খ) মোট স্থায়ী সম্পদ ২,৫৫,০০০ টাকা এবং মোট চলতি দায় ১,৭৫,০০০ টাকা; গ) রেওয়ামিলের যোগফল ৭,২৩,০০০ টাকা।
আমাদের হিসাববিজ্ঞান ও ফিন্যান্সের সকল ভিডিও, এ্যাডমিনের ফেসবুক আইডি, ফেসবুক পেজ এবং গ্রুপ, সহজে খুঁজে পেতে নিচের লিংক থেকে অ্যান্ড্রয়েড অ্যাপ টি ডাউনলোড করে ইনস্টল করুন: Click here
২। মিলন ট্রেডার্সের ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তারিখে খতিয়ানের উদ্ধৃত্তসমূহ নি¤œরুপ : [রা.বো. কু.বো. চ.বো. ব.বো. ২০১৮]
হিসাবের নাম টাকা
মূলধন
উত্তোলন
কলকব্জা
প্রারম্ভিক মজুত পণ্য
হাতে নগদ
প্রদেয় হিসাব
সমাপনী মজুত পণ্য
বিক্রয়
প্রাপ্য হিসাব
ব্যাংক জমারিক্ত ১,০০,০০০
৫,০০০
৮০,০০০
২৫,০০০
১৭,০০০
৫,০০০
২০,০০০
৯০,০০০
৮,০০০
৩,০০০
ক. সমন্বিত ক্রয়ের পরিমাণ গণনাসহ নির্ণয় কর।
খ. মুনাফাজাতীয় ব্যয় ও চলতি দায়ের পরিমাণ গণনাসহ নির্ণয় কর।
গ. সমন্বিত ক্রয়কে অন্তর্ভূক্ত করে রেওয়ামিল প্রস্তুত কর।
উত্তর : ক) সমন্বিত ক্রয় ৬৫,০০০ টাকা; খ) মোট মুনাফাজাতীয় ব্যয় ৭৫,০০০ টাকা ও মোট চলতি দায় ১৫,০০০ টাকা; গ) রেওয়ামিলের যোগফল ২,০৫,০০০ টাকা।
৩। মিতা ট্রেডার্স-এর ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখের খতিয়ান উদ্বৃত্তগুলো নিম্নরূপ; [ঢা.বো. ২০১৭]
হিসাবের নাম ডেবিট টাকা হিসাবের নাম ক্রেডিট টাকা
অফিস খরচ ৭,০০০ প্যাকিং খরচ ১,০০০
বিবিধ খরচ ৫,০০০ ছাপা ও মনিহারি ৩,৫০০
বিনিয়োগ ২০,০০০ মূলধন ৯৫,০০০
ভূমি ৪০,০০০ ইজারা সম্পত্তি ৩০,০০০
শেয়ার অধিহার ১০,০০০ অফিস সরঞ্জাম ১০,০০০
বিক্রয় ৩০,০০০ উত্তোলন ৪,৫০০
বিক্রয় ফেরত ৪,০০০ ক্রয় ১০,০০০
জীবন বীমা প্রিমিয়াম ৫,০০০ কু-ঋণ সঞ্চিতি ৫,০০০
করণীয় ঃ- (ক) উল্লেখিত তথ্যের আলোকে পরোক্ষ খরচ গুলোর সমষ্টি নির্ণয় কর।
(খ) উপর্যুক্ত তথ্যের আলোকে একটি রেওয়ামিল তৈরি কর।
(গ) প্রস্তুতকৃত রেওয়ামিল হতে মূলধনজাতীয় প্রাপ্তি ও স্থায়ী সম্পত্তির পরিমাণ নির্ণয় কর।
উত্তর: (ক) মোট পরোক্ষ খরচের পরিমাণ ১১,৫০০ টাকা; (খ) রেওয়ামিলের যোগফল ১,৪০,০০০ টাকা; (গ) মূলধন জাতীয় প্রাপ্তি ১,০৫,০০০ টাকা ও স্থায়ী সম্পদ ৮০,০০০ টাকা
৪। রোজ ট্রেডার্সের ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখের খতিয়ান উদ্বৃত্তগুলি নিম্নরূপ; [রা.বো. ২০১৭]
ক্রয় ৭০,০০০ টাকা, প্রারম্ভিক মজুত ৪০,০০০ টাকা, মূলধন ৮৫,০০০ টাকা, প্রদেয় নোট ২৫,০০০ টাকা, ১০% ব্যাংক ঋণ ৫০,২০০ টাকা, বিমা প্রিমিয়াম ৭,৫০০ টাকা, ভাড়া ৫,০০০ টাকা, সাপ্লাইজ ৮,০০০ টাকা, ব্যাংক জমাতিরিক্ত ১০,০০০ টাকা, সমাপনী মজুদ ৬০,০০০ টাকা, আসবাবপত্র ৮০,০০০ টাকা, প্রদেয় হিসাব ১,০০,০০০ টাকা, প্রাপ্য হিসাব ৮৯,০০০ টাকা, হাতে নগদ ২০,০০০ টাকা, উওোলন ৫,০০০ টাকা, নিট আয় ৫৪,৩০০ টাকা, প্রারম্ভিক ব্যাংক জমা ১২,০০০ টাকা।
করণীয় ঃ- (ক) উপর্যুক্ত উদ্বৃত্ত হতে যেগুলি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় কর।
(খ) উপর্যুক্ত তথ্য হতে মালিকানা স্বত্বের পরিমাণ নির্ণয় কর।
(গ) রেওয়ামিল নির্ণয় কর।
উত্তর: (ক) রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না এমন উদ্বৃত্তগুলোর পরিমাণ ৭২,০০০ টাকা; (খ) মালিকানা স্বত্বের পরিমাণ ১,৩৪,৩০০ টাকা; (গ) রেওয়ামিলের যোগফল ৩,২৪,৫০০ টাকা।
৫। মিঃ সুজন চৌধুরী একজন ব্যবসায়ী। ২০১৬ সালে ৩১ ডিসেম্বর তারিখে তার ব্যাংক হিসাব পর্যালোচনা করে নিম্নলিখিত তথ্যাবলি পাওয়া গেল; [চ.বো. ২০১৭]
নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত ২৮,৫০০ টাকা এবং ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৪,৫০০ টাকা।
(১) পাওনাদার বরাবর ইস্যুকৃত মোট ৭০,০০০ টাকার তিনটি চেকের মধ্যে ৫০,০০০ টাকার চেক দুটি উক্ত মাসে ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি।
(২) ২,৪০০ টাকার একখানা প্রাপ্য বিল ২,০০০ টাকায় বাট্টা করা হলেও নগদান বইতে পূর্ণ মূল্যে লিপিবদ্ধ হয়েছে।
(৩) দেনাদারের নিকট হতে প্রাপ্ত ১৬,৫০০ টাকার দুটি চেক এবং ১৫,৫০০ টাকার প্রাপ্য বিল ব্যাংকে জমা দেওয়া হলেও এই অর্থবছরে আদায় হয়নি।
(৪) বিনিয়োগের সুদ ১২,৫০০ টাকা ব্যাংক কর্তৃক সরাসরি আদায় হয়েছে কিন্তু নগদানভুক্ত হয়নি।
(৫) আদায়ের জন্য ৫,০০০ টাকার চেক ব্যাংকে জমা দিলেও নগদানভুক্ত হয়নি।
(৬) ব্যাংক জমাতিরিক্তের সুদ ৬০০ টাকা এবং ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ১,৫০০ টাকা নগদানভুক্ত হয়নি।
করণীয় ঃ- (ক) ব্যাংক কর্তৃক অপরিশোধিত চেক এবং অনাদায়ী চেকের পরিমাণ নির্ণয় কর।
(খ) প্রচলিত পদ্ধতি অবলম্বন করে একখানা ব্যাংক জমার সমন্বয় বিবরণী প্রস্তুত কর।
(গ) উপরের তথ্য হতে আমানতকারীর হিসাব বইতে ২, ৪, ৫ এবং ৬ নং দফা গুলোর জাবেদা প্রস্তুত কর।
উত্তর: (ক) অপরিশোধিত চেকের পরিমাণ ৫০,০০০ টাকা এবং অনাদায়ী চেকের পরিমাণ ১৬,৫০০ টাকা; (খ) ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৪,৫০০ টাকা; (গ) জাবেদার যোগফল ২০,০০০ টাকা।
৬। মিঃ সিফাত এজাজের ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখের খতিয়ান উদ্বৃত্তগুলো নিম্নরূপ; [চ.বো. ২০১৭]
হিসাবের খাতসমূহ টাকা হিসাবের খাতসমূহ টাকা
প্রারম্ভিক মজুদ পণ্য ১৫,০০০ বকেয়া বেতন ও মজুরি ১০,০০০
সমন্বিত ক্রয় ২,৫০,০০০ প্রাপ্য সুদ ২০,০০০
বিক্রয় ১,২০,০০০ ১৫% সঞ্চয়পত্র ১০,০০০
সমাপনী ৮০,০০০ দেনাদার বাট্টা সঞ্চিতি ১২,০০০
মজুদ পণ্য
সাধারণ সঞ্চিতি ১৪,০০০ প্রাপ্য বাট্টা ১,০০০
প্রিমিসেস ৪৩,০০০ আয়কর সঞ্চিতি ২২,০০০
ব্যাংক জমা (১-১-১৬) ৫,০০০ লভ্যাংশ প্রাপ্তি ৮,০০০
১২% ঋণ ৫৮,০০০
দালানকোঠা ৩০,০০০
বেতন ও মজুরি ১০,০০০
করণীয় ঃ- (ক)কোন কোন আইটেম রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না?
(খ) উপর্যুক্ত তথ্যোর আলোকে একটি রেওয়ামিল তৈরি কর।
(গ) উপরিউক্ত তথ্যের ভিত্তিতে মূলধনজাতীয় ব্যয় ও মুনাফাজাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় কর।
উত্তর: (ক) রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না এমন দফাগুলোর পরিমাণ ২০,০০০ টাকা; (খ) রেওয়ামিলের যোগফল ৪,৪৪,০০০ টাকা এবং মূলধন হিসাব (পার্থক্য) ২,০০,০০০ টাকা; (গ) মোট মূলধন জাতীয় ব্যয় ৮৩,০০০ টাকা এবং মোট মুনাফা জাতীয় ব্যয় ২,৪৮,০০০ টাকা।
৭। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে জনাব জাওয়াদ-এর খতিয়ান উদ্বৃত্তসমূহ নিম্নরূপ; [কু.বো. ২০১৭]
হিসাবের নাম টাকা
নগদ তহবিল (১-১-২০১৬) ২৫,০০০
মজুদ পণ্য (১-১-২০১৬) ৫৫,০০০
প্রাপ্য হিসাব (১-১-২০১৬) ৩৫,০০০
প্রদেয় হিসাব (১-১-২০১৬) ২০,০০০
বিক্রয় ৫,০০,০০০
বহিঃ ফেরৎ ১০,০০০
ক্রয় ৪,২৫,০০০
বিক্রয় বাট্টা ২,০০০
আন্তঃ ফেরৎ ৩,০০০
শিক্ষানবিশ ভাতা ৪,০০০
অনাদায়ী পাওনা ৬,০০০
ইজারাকৃত সম্পত্তি ২০,০০০
কলকব্জা ও যন্ত্রপাতি ১,২০,০০০
বন্ধকী ঋণ ২,২০,০০০
প্রশাসনিক খরচ ২৫,০০০
নগদ তহবিল (৩১-১২-২০১৬) ১,১০,০০০
মজুদ পণ্য (৩১-১২-২০১৬) ১২,৫০০
প্রাপ্য হিসাব (৩১-১২-২০১৬, ১,৪০,০০০
প্রদেয় হিসাব (৩১-১২-২০১৬) ৮০,০০০
প্রাথমিক খরচ ২০,০০০
মূলধন ১,২০,০০০
করণীয় ঃ- (ক) ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে যে সমস্ত দফা রেওয়ামিলে আসবেনা তা লিখ।
(খ) আদর্শ ফরম অনুসরণ করে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে জনাব জাওয়াদের রেওয়ামিল তৈরি কর।
(গ) ৩১ ডিসেম্বর ২০১৬ তারিখে জাওয়াদের মোট দায়ের পরিমাণ নিরূপণ কর।
উত্তর: (ক) রেওয়ামিলে আসবে না এমন দফাগুলোর পরিমাণ ৯২,৫০০ টাকা; (খ) রেওয়ামিলের যোগফল ৯,৩০,০০০ টাকা; (গ) মোট দায়ের পরিমাণ ৩,০০,০০০ টাকা।
৮। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে রিফাত এন্ড কোং এর খতিয়ান উদ্বৃত্ত গুলো নিম্নরূপ; [ব.বো. ২০১৭]
হিসাবের নাম টাকা
নগত তহবিল (১-১-২০১৬) ৩,০০০
প্রারম্ভিক মজুদপণ্য ১৫,০০০
ক্রয় ৩২,০০০
১০% বন্ধকী ঋণ ২১,০০০
প্রদেয় হিসাব ৩৫,০০০
সম্ভাব্য দায় ১,০০০
মেশিন ২৬,০০০
মূলধন ৩৭,৭০০
ভাড়া আয় ৫০০
শিক্ষানবিশ সেলামি ৪০০
প্রাপ্য হিসাব ১৭,২০০
বিক্রয় ৫৪,০০০
নগদ তহবিল (৩১-১২-২০১৬) ২০,০০০
সুদ আয় ৪০০
আসবাবপত্র ৩৫,০০০
অনাদায়ী ও সন্দেহজনক পাওনা সঞ্চিত ২০০
সমাপনী মজুদ পণ্য ২৫,০০০
অলিখিত ক্রয় ৩,০০০
আন্তঃ ফেরত ৪,০০০
বহিঃ ফেরত ২,০০০
করণীয় ঃ- (ক) গণনাসহ সমন্বিত ক্রয় নির্ণয় কর।
(খ) উপর্যুক্ত উদ্বৃত্ত হতে একটি রেওয়ামিল প্রস্তুত কর।
(গ) চলতি সম্পত্তি ও মুনাফাজাতীয় আয়ের পরিমাণ নির্ণয় কর।
উত্তর: (ক) সমন্বিত ক্রয়ের পরিমাণ ২৩,০০০ টাকা; (খ) রেওয়ামিলের যোগফল ১,৫২,২০০ টাকা এবং অনিশ্চিত হিসাব ১,০০০ টাকা (ক্রেডিট); (গ) চলতি সম্পত্তির পরিমাণ ৬২,২০০ টাকা এবং মুনাফা জাতীয় আয়ের পরিমাণ ৫১,৩০০ টাকা।
৯। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে একজন ব্যবসায়ীর খতিয়ান উদ্বৃত্তগুলো নিম্নরূপ; [দি.বো. ২০১৭]
হিসাবের নাম টাকা হিসাবের নাম টাকা
মূলধন ২,০০,০০০ কলকব্জা ১,৬০,০০০
প্রদেয় বিল ৩৪,০০০ মজুরি ১০,০০০
শিক্ষানবিশ সেলামি ২০,০০০ ক্রয় ৯০,০০০
বিক্রয় ১,৫০,০০০
বিবিধ পাওনাদার ৩০,০০০ ডকচার্জ ৯,০০০
ট্রেডমার্ক ১,০০,০০০ আমদানি শুল্ক ১০,০০০
ব্যাংক জমাতিরিক্ত ৪৬,০০০ হাতে নগদ ৫১,০০০
বিবিধ দেনাদার ৫০,০০০
করণীয় ঃ- (ক) মুনাফা জাতীয় আয় নির্ণয় কর।
(খ) খতিয়ান উদ্বৃত্ত গুলো নিয়ে একটি রেওয়ামিল তৈরি কর।
(গ) যে সমস্ত দফা গুলো মালিকানা স্বত্ব প্রভাবিত করে তা বিবেচনায় নিয়ে মালিকানা স্বত্বের পরিমাণ নির্ণয় কর।
উত্তর: (ক) মুনাফা জাতীয় আয় ১,৭০,০০০ টাকা; (খ) রেওয়ামিলের যোগফল ৪,৮০,০০০ টাকা; (গ) মালিকানা স্বত্বের পরিমাণ ২,৫১,০০০ টাকা।
১০। নিধি ট্রেডার্সের নিম্নলিখিত খতিয়ান উদ্বৃত্তসমূহ ২০১৬ সালের ৩১ শে ডিসেম্বর তারিখের; [য.বো. ২০১৭]
হিসাবের নাম টাকা
প্রাপ্য হিসাব ২০,০০০
বিনিয়োগ ১৮,০০০
মূলধন ১৮,৭০০
ব্যাংক চার্জ ২,৫০০
প্রাপ্য কমিশন ২,৪০০
বকেয়া বেতন ৪,০০০
বিক্রয় ২৮,০০০
প্রারম্ভিক মজুদ পণ্য ৮,০০০
প্রদেয় হিসাব ১৫,০০০
ব্যাংক ঋণ ১২,০০০
ঋণের সুদ ১,৮০০
ক্রয় ২৫,০০০
করণীয় ঃ- (ক) মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় কর।
(খ) চলতি সম্পদ ও চলিত দায়ের পরিমাণ নির্ণয় কর।
(গ)উপর্যুক্ত খতিয়ান উদ্বৃত্তসমূহ নিয়ে একটি রেওয়ামিল প্রস্তুতকর।
উত্তর: (ক) মুনাফা জাতীয় আয়ের পরিমাণ ২৮,০০০ টাকা; (খ) মোট চলতি সম্পদের পরিমাণ ২২,৪০০ টাকা এবং মোট চলতি দায়ের পরিমাণ ১৯,০০০ টাকা; (গ) রেওয়ামিলের যোগফল ৭৭,৭০০ টাকা।
৬। ৩১ ডিসেম্বর তারিখে ‘ইউশা ডিপার্টমেন্টাল স্টোর’ এর হিসাব বইতে রেওয়ামিল তৈরি করার পূর্বে নিম্নলিখিত অশুদ্ধি গুলো ধরা পড়ে; [ঢা.বো. ২০১৬]
(১) জনাব সুমনা আফরোজের নিকট হতে প্রাপ্ত ১০,০০০ টাকা জনাব মেহের আফরোজের হিসাব খাতে ক্রেডিট করা হয়েছে।
(২) ইউশা কর্তৃক ৫,০০০ টাকার পণ্য উত্তোলন বিক্রয় বইতে লিপিবদ্ধ হয়েছে।
(৩) জনাব সাদমান নুহিনের নিকট বাকিতে পণ্য বিক্রয় ১০,০০০ টাকা ভুলবশত বহিঃফেরত লিপিবদ্ধ করা হয়েছে।
(৪) মিস ওয়াফ্রা জামান এর নিকট হতে ধারে ৮,০০০ টাকার পণ্য ক্রয় ভুলবশত বিক্রয় বইতে লিপিবদ্ধ করা হয়েছে।
করণীয় ঃ- (ক) ১নং ও ২নং ভুলের শ্রেণি উল্লেখপূর্বক সমষ্টি নির্ণয় কর।
(খ) উদঘাটিত ভুলের সংশোধনী জাবেদা লেখ।
(গ) বিক্রয় হিসাবের প্রারম্ভিক উদ্বৃত্ত ৩০,০০০ টাকা বিবেচনা করে বিক্রয় হিসাব তৈরি কর।
উত্তর: (ক) ১নং ও ২নং ভুলের সমষ্টি ১৫,০০০ টাকা; (খ) জাবেদার যোগফল ৫৬,০০০ টাকা; (গ) বিক্রয় হিসাবের ক্রেডিট জের ২৭,০০০ টাকা।
১১। হানিফ ট্রেডার্সের ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে খতিয়ানের উদ্বৃত্তসমূহ নিম্নরূপ; [রা.বো. ২০১৬]
হিসাবের নাম টাকা
প্রারম্ভিক মজুদ পণ্য ১৫,০০০
হাতে নগদ ৫,০০০
প্রদেয় হিসাব ১৪,০০০
সমাপনী মজুদ পণ্য ৩০,০০০
মূলধন ১,০৫,৫০০
কলকব্জা ৬৮,০০০
উত্তোলন ৭,০০০
বিক্রয় ৮০,০০০
ব্যাংক জমা (১-১-২০১৫) ৩,০০০
প্রদেয় বিল ১,০০০
শিক্ষানবিস ভাতা ৩,০০০
বিক্রয়ের উপর বাট্টা ৫০০
বকেয়া বেতন ৮০০
ঋণের সুদ ১,৮০০
বহিঃফেরত ১,৫০০
পণ্য ক্রয় ৭০,০০০
ব্যাংক জমাতিরিক্ত ২,৫০০
প্রাপ্য হিসাব ৩,৫০০
করণীয় ঃ- (ক) সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় কর।
(খ) রেওয়ামিল তৈরি কর।
(গ) চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় কর।
উত্তর: (ক) সমন্বিত ক্রয় ৫৩,৫০০ টাকা; (খ) রেওয়ামিলের যোগফল ২,০৫,৩০০ টাকা এবং অনিশ্চিত হিসাব ৩১,৫০০ টাকা (ডেবিট); (গ) চলতি সম্পদ ৩৮,৫০০ টাকা এবং চলতি দায় ১৮,৩০০ টাকা।
১২। ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখে সাগর ট্রেডার্স এর জমা খরচের খতিয়ান; [চ.বো. ২০১৬]
হিসাবের নাম টাকা
মূলধন ৯৫,০০০
প্রাপ্য বিল ৩৫,০০০
প্রদেয় বিল ২৫,০০০
প্রাপ্য হিসাব ৪০,০০০
প্রদেয় হিসাব ২০,০০০
স্বল্পমেয়াদি ঋণ ৩০,০০০
হাতে নগদ ২৫,০০০
ব্যাংক তহবিল ১০,০০০
ক্রয় ৩৫,০০০
শিক্ষানবিস সেলামি ৫,০০০
করণীয় ঃ- (ক) মুনাফা জাতীয় আয় গুলোর সমষ্টি নির্ণয় কর।
(খ) রেওয়ামিল প্রস্তুত কর।
(গ) চলতি সম্পত্তি ও চলতি দায় চিহ্নিত করে পার্থক্য দেখাও।
উত্তর: (ক) মুনাফা জাতীয় আয়ের সমষ্টি ৫৫,০০০ টাকা; (খ) রেওয়ামিলের যোগফল ২,২৫,০০০ টাকা; (গ) চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য ৩৫,০০০ টাকা।
১৩। রোমাঞ্চ ট্রেডার্সের ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখের খতিয়ানের উদ্বৃত্ত গুলো নিচে দেওয়া হলো; [কু.বো. ২০১৬]
হিসাবের নাম টাকা
মূলধন ১,৬০,০০০
ইজারা সম্পত্তি (১০ বছরের জন্য) ৮০,০০০
সমাপনী মজুদ পণ্য ৪৮,০০০
খুচরা যন্ত্রাংশ ১০,০০০
হাতে নগদ ৭০,০০০
ব্যাংক জমা ৮৭,৫০০
পণ্য ক্রয় ১,৪৬,৫০০
মজুরি ১০,০০০
বেতন ১২,০০০
পণ্য বিক্রয় ২,৯১,০০০
ঋাড়া ১৭,০০০
বিজ্ঞাপন ১০,০০০
ক্রয় পরিবহণ ৩,০০০
বিক্রয় পরিবহণ ৪,০০০
অনাদায়ি পাওনা ১,০০০
করণীয় ঃ- (ক) চলতি সম্পদের পরিমাণ নির্ণয় কর।
(খ)২০১৫ সালের জন্য মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় কর।
(গ) ৩১ ডিসেম্বর, ২০১৫ তারিখের রেওয়ামিল তৈরি কর।
উত্তর: (ক) মোট চলতি সম্পদ ২,১৫,৫০০ টাকা; (খ) মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ ১,৫৫,৫০০ টাকা; (গ) রেওয়ামিলের যোগফল ৪,৫১,০০০ টাকা।
১৪। জনাব সালাহউদ্দিন একজন আইনজীবী। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে তার হিসাব বই থেকে নিম্নলিখিত উদ্বৃত্ত গুলো পাওয়া গেল; [সি.বো. ২০১৬]
হিসাবের নাম ডেবিট টাকা হিসাবের নাম ক্রেডিট টাকা
সেবা আয় ১,৭৪,০০০ অফিস সরঞ্জাম ৫০,০০০
উত্তোলন ৫০,০০০ আসবাবপত্র ৩০,০০০
মনিহারি ক্রয় ১০,০০০ আইন বই ১০,০০০
বিজ্ঞাপন ৮,০০০ আয়কর ৩৫,০০০
প্রারম্ভিক মনিহারি ৪,০০০ বার সমিতিতে চাঁদা ৮,০০০
সমাপনী মনিহারি ৮,০০০
মূলধন ১,০০,০০০ মক্কেলদেরকে আপ্যায়ন বাবদ ব্যয় ২৫,০০০
করণীয় ঃ- (ক) মনিহারি বাবদ ব্যয়ের পরিমাণ নির্ণয় কর।
(খ) স্থায়ী সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় কর।
(গ) ৩১ ডিসেম্বর তারিখে জনাব সালাউদ্দিনের রেওয়ামিল প্রস্তুত কর।
উত্তর: (ক) মনিহারি বাবদ ব্যয়ের পরিমাণ ৬,০০০ টাকা; (খ) মোট স্থায়ী সম্পদ ৯০,০০০ টাকা এবং মোট চলতি দায় ৫০,০০০ টাকা; (গ) রেওয়ামিলের যোগফল ৩,২৪,০০০ টাকা।
১৫। ২০১৫ সালের ৩১ মার্চ তারিখে জাহানারা কোম্পানীর খতিয়ান জেরসমূহ নিম্নরূপ; [ব.বো. ২০১৬]
হিসাবের নাম টাকা
মূলধন ৪০,০০০
উত্তোলন ৫,০০০
বিনিয়োগ ২২,০০০
মজুদ পণ্য ৭,০০০
প্রাপ্ত বাট্টা ৯০০
বেতন ৬,০০০
হাতে নগদ ৩,৫০০
অনাদায়ি পাওনা সঞ্চিতি ৫,০০০
করণীয় ঃ- (ক) মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় কর।
(খ) একটি রেওয়ামিল তৈরি কর।
(গ) চলতি সম্পদ ও চলতি দায় চিহ্নিত কর।
উত্তর: (ক) মুনাফা জাতীয় আয়ের পরিমাণ ৪৮,৭০০ টাকা; (খ) রেওয়ামিলের যোগফল ১,২৬,৫০০ টাকা, অনিশ্চিত হিসাব ৭,০০০ টাকা (ডেবিট)।
১৬। তানিশা এন্ড কোং-এর ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখের খতিয়ান উদ্বৃত্তসমূহ নিচে দেওয়া হলো; [দি.বো. ২০১৬]
হিসাবের নাম টাকা
নগদ তহবিল ৯০০
ব্যাংকে জমা ১,২০০
প্রাপ্য হিসাব ১০,০০০
আসবাবপত্র ২৫,০০০
নগদ তহবিল (১-১-২০১৫) ১,০০০
প্রারম্ভিক মজুদ পণ্য ১৫,০০০
মূলধন ৭৯,০০০
ক্রয় ৫২,০০০
অব্যবহৃত মনিহারি ৫০০
যন্ত্রপাতি ৩২,০০০
মজুরি ১৩,০০০
বিক্রয় ফেরত ১,৬০০
বেতন ১৭,০০০
শিক্ষনবিস ভাতা ২,০০০
বিক্রয় ৮৮,৭০০
কমিশন প্রাপ্তি ২,০০০
করণীয় ঃ- (ক) রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেন সমূহের পরিমাণ কত?
(খ) মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় কর।
(গ) ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখের জন্য একটি রেওয়ামিল তৈরি কর।
উত্তর: (ক) রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনের মোট পরিমাণ ১,৫০০ টাকা; (খ) মুনাফা জাতীয় আয় ৮৯,১০০ টাকা এবং মুনাফা জাতীয় ব্যয় ৯৯,০০০ টাকা; (গ) রেওয়ামিলের যোগফল ১,৬৯,৭০০ টাকা।
১৭। দিনা ট্রেডার্সের ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখের উদ্বৃত্ত গুলো নিম্নরূপ; [য.বো. ২০১৬]
হিসাবের নাম টাকা
মূলধন ১৫,০০০
উত্তোলন ৫,০০০
প্রাপ্য নোট ৩,০০০
প্রদেয় নোট ২,৫০০
সাধারণ সঞ্চিতি ৫০০
নগদ তহবিল (১-১-২০১৫) ৬০০
মজুদ পণ্য (১-১-২০১৫) ৪,০০০
অনাদায়ি পাওনা ৫০০
অনাদায়ি পাওনা সঞ্চিতি ৩০০
ব্যাংক জমাতিরিক্ত ২০০
নগদ তহবিল (৩১-১২-২০১৫) ১,০০০
বিমা খরচ ৮০০
মজুদ পণ্য (৩১-১২-২০১৫) ৩,৫০০
প্রদেয় হিসাব ৩,৫০০
করণীয় ঃ- (ক) রেওয়ামিলের অন্তর্ভুক্ত হবে না এমন দফা গুলোর পরিমাণ নির্ণয় কর।
(খ) দিনা ট্রেডার্সের চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য কত?
(গ) উপর্যুক্ত তথ্যাবলি হতে দিনা ট্রেডার্সের একটি রেওয়ামিল প্রস্তুত কর।
উত্তর: (ক) রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না ৪,১০০ টাকা; (খ) চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য ৪,০০০ টাকা; (গ) রেওয়ামিলের যোগফল ২২,৩০০ টাকা।
১৮। ৩০ জুন ২০১৪ তারিখে জনাব সাকিবের বই থেকে একটি অশুদ্ধ রেওয়ামিল ও অন্যান্য উপাত্ত পাওয়া যায়, যা নিম্নরূপ; [ঢা.বো. ২০১৫]
হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
প্রারম্ভিক মজুদ পণ্য ১০,০০০
ক্রয় ৩৫,০০০
আমদানি শুল্ক ৫,০০০
মজুরি ১৩,০০০
বেতন বকেয়া ৪,০০০
প্রদেয় হিসাব ৬,০০০
বহিঃ পরিবহন ৬০০
বিক্রয় ৬২,০০০
ঋণ ৫,০০০
সমাপণী মজুদ পণ্য ১৪,০০০
মূলধন ২০,০০০
১,০৭,৬০০ ১,০৭,৬০০
করণীয় ঃ- (ক) বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় কর।
(খ) সঠিক রেওয়ামিল তৈরী কর।
(গ) চলতি সম্পত্তি ও চলতি দায়ের পার্থক্য নির্ণয় কর।
উত্তর: (ক) বিক্রীত পণ্যের ব্যয় ৪৯,০০০ টাকা; (খ) রেওয়ামিলের যোগফল ১,০০,৬০০ টাকা; (গ) চলতি সম্পত্তি ও চলতি দায়ের পার্থক্য ২৩,০০০ টাকা।
১৯। মেসার্স অলক ট্রেডার্স এর নিম্নলিখিত খতিয়ান উদ্বৃত্ত সমূহ ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখের; [রা.বো. ২০১৫]
হিসাবের নাম টাকা
মূলধন ১৬,০০০
ক্রয় ১৫,০০০
মজুরি ৩০০
বিক্রয় ২৫,০০০
প্রারম্ভিক মজুদ ৫,০০০
ভূমি ১০,০০০
যন্ত্রপাতি ১৫,০০০
প্রপ্য হিসাব ১৫,০০০
প্রদেয় হিসাব ২২,০০০
আন্তঃ ফেরত ১,১০০
বহিঃ ফেরত ১০০
বেতন ২,০০০
সাধারণ খরচ ১,৫০০
প্রদত্ত বাট্টা ১০০
প্রাপ্ত বাট্টা ৫০০
হাতে নগদ ৫০০
প্রাপ্য ভাড়া ৩০০
প্রদেয় বীমা ১,০০০
ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন ৫০০
প্রাপ্ত কমিশন ৭০০
করণীয় ঃ- (ক) স্পর্শনীয় স্থায়ী সম্পত্তির পরিমাণ নির্ণয় করো।
(খ) উদ্বৃত্ত সমূহ নিয়ে একটি রেওয়ামিল তৈরী করো।
(গ) প্রত্যক্ষ খরচ ও পরোক্ষ খরচের পরিমাণ নির্ণয় করো।
উত্তর: (ক) স্পর্শনীয় স্থায়ী সম্পত্তি ২৫,০০০ টাকা; (খ) রেওয়ামিলের যোগফল ৬৫,৮০০ টাকা; (গ) প্রত্যক্ষ খরচ ২০,২০০ টাকা ও পরোক্ষ খরচ ৩,৬০০ টাকা।
২০। মুন্না ট্রেডার্সের ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখের খতিয়ান উদ্বৃত্ত সমূহ নিম্নরূপ; [চ.বো. ২০১৫]
হিসাবের নাম টাকা
উত্তোলন ২,৪০০
কলকজ্বা ৪০,০০০
প্রাপ্য হিসাব ২৪,০০০
ক্রয় ৮০,০০০
বিক্রয় ১,৫০,০০০
বেতন ১৮,০০০
উপভাড়া ১০,০০০
আসবাবপত্র ১৫,০০০
প্রদেয় হিসাব ২০,০০০
এনিহারি ৯,০০০
সমাপনি মজুদ পণ্য ২০,০০০
বিজ্ঞাপন ২০,০০০
প্রারম্ভিক মজুদ পণ্য ১৫,০০০
মূলধন ৩৮,৪০০
প্রদেয় নোট ২৫,০০০
১০% বিনিয়োগ ২০,০০০
করণীয় ঃ- (ক) সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো।
(খ) উপর্যুক্ত খতিয়ান উদ্ধৃত্তসমুহ নিয়ে একটি রেওয়ামিল তৈরী করো।
(গ) চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো।
উত্তর: (ক) সমন্বিত ক্রয়ের পরিমাণ ৭৫,০০০ টাকা; (খ) রেওয়ামিলের যোগফল ২,৪৩,৪০০ টাকা; (গ) চলতি সম্পদের পরিমাণ ৪৪,০০০ টাকা এবং চলতি দায়ের পরিমাণ ৪৫,০০০ টাকা।
২১। শাপলা ট্রেডার্সের ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখের খতিয়ান উদ্বৃত্ত নিম্নরূপ; [কু.বো. ২০১৫]
হিসাব খাত টাকা হিসাব খাত টাকা
মূলধন ৮৫,০০০ গুনাম ২০,০০০
ক্রয়
৭৯,৫০০ কবিরকে প্রদত্ত ঋণ
২০,০০০
মজুদ পণ্য (১-১-১৪)
২২,০০০
নগদ তহবিল
৩,৫০০
আগাম গ্রহণ
১২,০০০ মজুদ পণ্য (৩১-১২-১৪)
২৫,০০০
মনিহারি মজুদ (১-১-১৪)
২,০০০ বিক্রয় পরিবহণ
৬,৫০০
বিক্রয় ১,১০,০০০ ক্রয় ফেরত ১,০০০
অনাদায়ি দেনা সঞ্চিতি
২,০০০ শিক্ষানবিস সেলমি
৩,০০০
বকেয়া বেতন ৫০০ আসবাবপত্র ২০,০০০
মনিহারি মজুদ (৩১-১২-১৪)
৫০০
সম্ভব্য দায়
১০,০০০
উত্তোলন ১০,০০০ কলকব্জা ৩০,০০০
করণীয় ঃ- (ক) রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না এমন দফা গুলো চিহ্নিত করো।
(খ) চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো।
(গ) উপরোক্ত উদ্বৃত্ত গুলোর দ্বারা ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে একটি রেওয়ামিল তৈরী করো।
উত্তর: (ক) রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না এমন দফাগুলোর যোগফল ৩৫,৫০০ টাকা; (খ) চলতি সম্পদ ২৯,০০০ টাকা এবং চলতি দায় ১২,৫০০ টাকা; (গ) রেওয়ামিলের যোগফল ২,১৩,৫০০ টাকা।
২২। জাভেদ ট্রেডার্সের ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখের খতিয়ান উদ্বৃত্ত গুলো দেওয়া হল; [সি.বো. ২০১৫]
হিসাবের নাম টাকা হিসাবের নাম টাকা
মূলধন ৯৬,০০০ বিক্রয় ৩৫,০০০
বিনিয়োগ ২৫,০০০ বিক্রয় ফেরত ৪,০০০
ভূমি ৪৫,০০০ ক্রয় ১০,০০০
প্যাকিং খরচ
২,০০০ জীবন বিমা প্রিমিয়াম
৫,০০০
অফিস খরচ ৭,০০০ ইজারা সম্পদ ৩০,০০০
ছাপা ও মনিহারি
৩,৫০০
অফিস সরঞ্জাম
১০,০০০
বিবিধ খরচ ৫,০০০ উত্তোলন ৪,৫০০
শেয়ার অধিহার
১৫,০০০
কু-ঋণ সঞ্চিতি
৫,০০০
করণীয় ঃ- (ক) উপর্যুক্ত তথ্যের আলোকে পরোক্ষ ব্যয় গুলোর সমষ্টি নির্ণয় করো।
(খ) উপর্যুক্ত খতিয়ানের উদ্বৃত্ত সমূহ নিয়ে একটি রেওয়ামিল তৈরী করো।
(গ) মালিকানাস্বত্বের পরিমাণ নির্ণয় করো।
উত্তর: (ক) পরোক্ষ খরচের সমষ্টি ১২,৫০০ টাকা; (খ) রেওয়ামিলের যোগফল ১,৫১,০০০ টাকা; (গ) মালিকানা স্বত্বের পরিমাণ ১,১০,০০০ টাকা।
২৩। জামান ট্রেডার্সের ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে খতিয়ানের উদ্বৃত্ত সমূহ নিম্নরূপ; [দি.বো. ২০১৫]
হিসাবের নাম টাকা
মূলধন ১,৭০,০০০
ইজারা সম্পত্তি (১০ বছরের জন্য) ৮০,০০০
সমাপনী মজুদ পণ্য ৫০,০০০
খুচরা যন্ত্রাংশ ৮,০০০
আসবাবপত্র ৬০,০০০
কলকব্জা ৯৭,৫০০
পণ্য ক্রয় ১,৪৮,৫০০
মজুরী ১০,০০০
বেতন ১২,০০০
পণ্য বিক্রয় ২,৮১,০০০
ভাড়া ২০,০০০
বিজ্ঞাপন ৭,০০০
ক্রয় পরিবহন ২,০০০
বিক্রয় পরিবহন ৪,০০০
অনাদায়ি পাওনা ২,০০০
করণীয় ঃ- (ক) স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করো।
(খ) মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো।
(গ) রেওয়ামিল তৈরী করো।
উত্তর: (ক) মোট স্থায়ী সম্পদ ২,৩৭,৫০০ টাকা; (খ) মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ ১,৫৫,৫০০ টাকা; (গ) রেওয়ামিলের যোগফল ৪,৫১,০০০ টাকা।
২৪। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে সাগর ব্রাদার্স এর খতিয়ান উদ্বৃত্ত গুলো নিম্নরূপ; [য.বো. ২০১৫]
হিসাবের নাম টাকা
মূলধন ১,০০,০০০
কলকজ্বা ৮০,০০০
প্রদেয় বিল ১৭,০০০
মজুরি ৫,০০০
শিক্ষানবিস সেলমি ১০,০০০
ক্রয় ৪৫,০০০
প্রদেয় বিল ১৫,০০০
বিক্রয় ট্রেডমার্ক ৫০,০০০
বিক্রয় ৭৫,০০০
ডক চার্জ ৪,৫০০
ব্যাংক জমাতিরিক্ত ২৩,০০০
আমদানি শুল্ক ৫,০০০
প্রাপ্য হিসাব ২৫,০০০
হাতে নগদ ২৫,৫০০
করণীয় ঃ- (ক) মুনাফা জাতীয় আয় নির্ণয় করো।
(খ) রেওয়ামিল প্রস্তুত করো।
(গ) চলতি সম্পত্তি ও চলতি দায়ের মধ্যে পার্থক্য নির্ণয় করো।
উত্তর: (ক) মুনাফা জাতীয় আয় ৮৫,০০০ টাকা; (খ) রেওয়ামিলের যোগফল ২,৪০,০০০ টাকা; (গ) চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য ৪,৫০০ টাকা (চলতি দায় বেশী)।
No comments