Header Ads

Header ADS

হিসাবের শ্রেণিবিভাগ

🎙🎙#হিসাব_চক্রের_খুঁটিনাটি#🎙🎙

১.হিসাব চক্র।
২.হিসাবচক্রের বিভিন্ন ধাপ।
৩.হিসাবচক্রের ঐচ্ছিক ধাপ।
৪.লিপিবদ্ধকরণ ধাপ।

👊👊হিসাব চক্র👊👊
👉হিসাব চক্র বলতে হিসাববিজ্ঞানের ধারাবাহিক কার্যপ্রক্রিয়াকে বুঝায়।

👉হিসাববিজ্ঞানের চলমান প্রতিষ্ঠান ধারনা অনুসারে প্রতিষ্ঠানের কার্যাবলী অনন্তকাল ধরে চলতে থাকবে।

👉এই অনির্দিষ্ট জীবনকে হিসাবকাল বলে।

👉প্রত্যেক হিসাবকালে হিসাব সংক্রান্ত কার্যাবলী ধারাবাহিকভাবে চক্রাকারে সংগঠিত হয়।

👉হিসাব সংক্রান্ত কার্যাবলীর এই পর্যায়ক্রমিক ধারাবাহিকতা এবং এদের পুনরাবৃত্তিকে হিসাবচক্র বলে।

👊👊হিসাবচক্রের ধাপসমূহঃ-👊👊
১.লেনদেন চিহ্নিতকরণ (transaction)
২.জাবেদা/ব্যাখ্যাকরণ/লিপিবদ্ধকরণ(Journal)
৩.খতিয়ান/শ্রেণীবিন্যাস/স্তানান্তর(Ledger)
৪.রেওয়ামিল/সংক্ষিপ্তকরণ(Trial Balance)
৫.সমন্বয় দাখিলা(Adjusting)
৬.সমন্বিত দাখিলা(Adjustment)
৭.আর্থিক বিবরণী((Financial statement)
৮.সমাপনী দাখিলা(Closing entry)
৯.সমাপনী উত্তর রেওয়ামিল
১০.বিপরীত দাখিলা

👊👊হিসাবচক্রের ঐচ্ছিক ধাপ👊👊
১.কার্যবিবরনী প্রস্তুতকরণ।
২.বিপরীত দাখিলা দেয়া।
৩.ভুল সংশোধনী দাখিলা দেয়া।

👊👊লিপিবদ্ধকরণ ধাপ👊👊
১.লেনদেন বিশ্লেষণ
২.জাবেদা দাখিলা প্রদান
৩.জাবেদার তথ্যসমূহ খতিয়ানে স্থানান্তর

👊 Important Information👊
👉#লেনদেন/জাবেদা/খতিয়ান এই তিনটি ধাপ দৈনন্দিন সম্পন্ন করা হয়।

👉#রেওয়ামিল/সমন্বয় দাখিলা/সমন্বিত দাখিলা/আর্থিক বিবরণী এই ধাপগুলো  প্রতি মাসে/প্রতি তিন মাসে বা প্রতি বছরে সম্পন্ন করা হয়।

👉#সমাপনী দাখিলা/সমাপনী উত্তর রেওয়ামিল এই ধাপগুলো  বার্ষিক হিসাবকাল শেষে  সম্পন্ন করা হয়।

👉#বিপরীত  দাখিলা হিসাববিজ্ঞানের পরিত্যাজ্য  ধাপ।

👉#রেওয়ামিল/সমন্বয় দাখিলা/সমন্বিত দাখিলা/আর্থিক বিবরণী  এই ৪টি ধাপ মিলে কার্যপত্র তৈরি করা হয়।

No comments

Theme images by bluestocking. Powered by Blogger.