আবগারি শুল্ক কি, what is excise duty
আবগারি শুল্ক
Excise Duty
যে কোনাে দেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্যের উপর আরােপিত করকে আবগারি শুল্ক বা অন্তঃশুল্ক বলে। এটি
সরকারের রাজস্ব আয়ের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। ১৯৪৪ সালের ২৮ ফেব্রুয়ারি প্রবর্তিত অন্তঃশুল্ক লবণ আইনের
অধীনে বর্তমানে বাংলাদেশে অন্তঃশুল্ক আরােপ করা হয়। এ আইনটি প্রবর্তন করা হয় মূলত দেশের সার্বভৌমিক সীমানার।
মধ্যে উৎপাদিত পণ্য এবং লবণের উপর করারােপ ও আদায় করার জন্য। ১৯৯১ সালের ১ জুলাই মূল্য সংযােজন ৪
আইন (মূসক) ১৯৯১ কার্যকরী হওয়ার পর আবগারি ও লবণ আইন খুবই সংকুচিত হয়েছে। আবগারি শুল্ক
সাধারণত কাস্টমস এক্সাইস ও NBR এর মূসক (মূল্য সংযােজন কর) বিভাগ কর্তৃক আদায় করা হয়।
No comments