Header Ads

Header ADS

রেওয়ামিল/ মোট খতিয়ান/ গাণিতিক শুদ্ধতা যাচাই এর সকল নিয়ম

আমাদের  হিসাববিজ্ঞান ও ফিন্যান্সের সকল ভিডিও দেখতে  click here 


আমাদের হিসাববিজ্ঞান ও ফিন্যান্সের সকল ভিডিও, এ্যাডমিনের ফেসবুক আইডি, ফেসবুক পেজ এবং গ্রুপ, সহজে খুঁজে পেতে নিচের লিংক থেকে অ্যান্ড্রয়েড অ্যাপ টি ডাউনলোড করে ইনস্টল করুন: Click here


১।  সম্পদ,ব্যয় এবং উত্তলন ডেবিট দিকে লিখতে হবে।
২। আয়, দায় এবং মুলধন ক্রেডিট দিকে লিখতে হবে।              
৩। সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট দিকে লিখতে হবে শুধুমাত্র পাওনাদারের বাট্রা সঞ্চিতি এবং প্রদেয় বিল বাট্রা সঞ্চিতি
    ডেবিট দিকে লিখতে হবে ।            
৪। শুধুমাত্র সমন্বিত ক্রয় লেখা থাকলে সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে লিখতে হবে। তাছারা সব সময় প্রারম্ভিক মজুদ পণ্য
    লিখতে হবে ।                                    
৫। শুধুমাত্র ব্যবহৃত মনিহারি ‍থাকলে (সমাপনী / অব্যবহৃত) মনিহারি ডেবিট দিকে লিখতে হবে,তাছারা সব সময় মনিহারি
    / মনিহারি ক্রয় এবং প্রারম্ভিক মনিহারি ডেবিট দিকে লিখতে হবে।                        
৬। প্রারম্ভিক কোন সম্পদ বা দায় (যেমন: হাতে নগদ,ব্যাংক জমা,ব্যাংকজমাতিরিক্ত) কখোনো রেওয়ামিলে লিখতে হবে না
৭। যেসব খতিয়ান উদ্বৃত আয় ও ব্যয় উভয় বুঝায়,তাদেরকে হিসাববিজ্ঞানের রক্ষনশীল নীতি অনুযায়ী ব্যয় হিসাবে ডেবিট
    দিকে লিখতে হবে।                
৮। নগদ তহবিল, ব্যাংক তহবিল বাদে সকল তহবিল ক্রেডিট দিকে লিখতে হবে।                        
৯। সম্ভাব্য কোন কিছু রেওয়ামিলে লিখতে হয় না। যেমন: (বিচারাধীন কোন কিছু)                          
১০। যদি সব কাজ সঠিক ভাবে করার পরও রেওয়ামিলের দুপাশের যোগফল সমান না হয়,তাহলে যে পাশে টাকার পরিমাণ
      কম সে পাশে অনিশ্চিত হিসাব লিখে দুপাশের যোগফল সমান করতে হবে। তবে রেওয়ামিলে যদি মূলধন না থাকে
 এবং ক্রেডিট দিকের যোগফল কম হয়, তাহলে অনিশ্চিতহিসাব না লিখে মুলধন হিসাব লিখে যোগফল সমান করতে হবে।
রেওয়ামিলে ব্যবহৃত বিভিন্ন সমর্থক শব্দ:
               দেনাদার = প্রাপ্য হিসাব, পুস্তক ঋন(ইড়ড়শ উবনঃং), বিক্রয় খতিয়ানের জের, অধমর্ণ
               পাওনাদার = প্রদেয় হিসাব, ব্যবসায় ঋন, ক্রয় খতিয়ানের জের, উত্তমর্ণ,
               কালান্তিক = সমাপনী     ট্রেড ক্রেডিট = ব্যবসায় ঋণ

          চলতি সম্পদ = হাতে নগদ, ব্যাংক জমা, দেনাদার, সমাপনী মজুদ,ব্যয়ের অব্যবহৃত অংশ, স্বল্পমেয়াদী
                বিনিয়োগ, কোন কিছুর সাথে প্রাপ্য লেখা থাকলে, খরচের অগ্রিম, আয়ের বকেয়া এবং ভ্যাট চলতি হিসাব।

          চলতি দায় =  ব্যাংক জমাতিরিক্ত, পাওনাদার, প্রস্তাবিত লভ্যাংস, কর্মচারী কল্যান তহবিল, আয়কর সঞ্চিতি,
                স্বল্পমেয়াদী ঋণ, খরচের বকেয়া, আয়ের অগ্রিম এবং ভ্যাট চলতি হিসাব ।
          সমন্বিত ক্রয়= প্রারম্ভিক মজুদ পণ্য + নিট ক্রয় - সমাপনী মজুদ পণ্য


আমাদের হিসাববিজ্ঞান ও ফিন্যান্সের সকল ভিডিও, এ্যাডমিনের ফেসবুক আইডি, ফেসবুক পেজ এবং গ্রুপ, সহজে খুঁজে পেতে নিচের লিংক থেকে অ্যান্ড্রয়েড অ্যাপ টি ডাউনলোড করে ইনস্টল করুন: Click here

হিসাববিজ্ঞান ও ফিন্যান্সের কোনো বিষয় সম্পর্কে জানতে চাইলে কমেন্ট করে আমাদের জানান ।

বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখুন



No comments

Theme images by bluestocking. Powered by Blogger.